Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগোলিক পরিচিতি

ছাতক উপজেলা এর অবস্থান 25.041666670 উত্তর 91.6750 দক্ষিণ। উপজেলার আয়তন ৪৪০.৪৮ বর্গ কি.মি.। উত্তরে ভারতের মেঘালয় প্রদেশ, পশ্চিমে দোয়ারাবাজার উপজেলা, দক্ষিণে জগন্নাথপুর উপজেলা, পূর্বে কোম্পানিগঞ্জ, সিলেট সদর উপজেলা এবং বিশ্বনাথ উপজেলা।

 

ছাতক উপজেলা ১৩ টি ইউনিয়ন, ১টি পৌরসভা (ছাতক পৌরসভা), ৫২৪টি গ্রাম, ২২টি মহল্লা, ৩১০টি মৌজা নিয়ে গঠিত।

 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর ২০0১ সালের প্রতিবেদন অনুযায়ী ছাতক উপজেলার জনসংখ্যা: পুরুষ ১,৭১,৭৬১ এবং মহিলা ১,৬২,৭৮৪ জন মোট 3,34,545 জন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর ২০১১ সালের প্রতিবেদন অনুযায়ী ছাতক উপজেলার জনসংখ্যা: পুরুষ 1,97,952 এবং মহিলা 1,99,690 জন, মোট ৩,৯৭,৬৪২ জন