সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে গোবিন্দগঞ্জ বাজার সংলগ্ন ভঠের খাল নদীর তীরে অত্যমত মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। বর্তমানে ৩০ টি কক্ষে প্রশাসনিক কার্যক্রম লাইব্রেরী রম্নম, বিজ্ঞানাগার ও শ্রেণীর কার্যক্রম চলছে। বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৮৮১ জন। ছাত্র-৮৮৮ জন ও ছাত্রী-৯৯৩ জন। শিক্ষক-শিক্ষিকা -২০ জন।
গোবিন্দগঞ্জ এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা যখন খুবই প্রয়োজন বোধ হয় তখনই ছাতক উপজেলার জামুরাইল নিবাসী মরহুম একে এম শামছুল হক ( ছমরম্ন মিয়া ) এর উদ্যোগে এবং গোবিন্দগঞ্জ নিবাসী মরহুম ওয়াহাব উলস্নাহ্, মরহুম এফাজ উদ্দিন, মরহুম মোলভী গোলাম মোস্তফা, তকিপুর নিবাসী মরহুম হাজী মেহের উলস্নাহ্, জনাব ইদ্রিছ আলী, রামপুর নিবাসী মরহুম আব্দুল আজিজ, মরহুম ক্বারী উকিল আলী, দিঘলী নিবাসী স্বর্গীয় হেমেন্দ্র কুমার দাশ পুরকায়স্থ ও দোয়ারা উপজেলা রাজলপুর নিবাসী জনাব আব্দুস ছোবহান (মদরিছ মিয়া) এর বিশেষ প্রচেষ্টায় বিদ্যালয়টি ১৯৫৭ সালে প্রতিষ্টিত হয়। এ ছাড়া এলাকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি বিদ্যালয়টি প্রতিষ্টার উদ্যোগ গ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস