ছাতক উপজেলার প্রাকৃতিক সম্পদ সমূহের মধ্যে পাথর, চুনাপাথর ও বালি
পাথরঃ
ভোলাগঞ্জ থেকে পাথর সরবরাহ করে নদী পথে পাথর সংগ্রহ করার একটি সহজ রাস্তা হচ্চে ছাতক, তাই এখানে প্রচুর ব্যবসায়ী এ ব্যবসাইয় ওতপ্রোত ভাবে জরিত। ছাতক থেকে পাথর সরবরাহ করে সেই পাথর সহজে সিলেট, ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য অঞ্চলে খুব সহজে ডেলিভারি দেয়া যায়।
চুনাপাথরঃ
চুন ছাতকের একটি ঐটিহ্যবাহী ব্যবসা। ছাতকের প্রায় চুন ব্যবসায়ীরা সরাসরি নিজেরাই চুন উৎপাদন করে থাকেন। চুন উৎপাদনের জন্য মূলত চুনাপাথর ব্যবহার করতে হয়। চুনাপাথর কে প্রচুর পরিমান আগুনের তাপ দিয়ে পুড়ানো হয় এবং পুড়ানো সেই পাথরই চুন আকারে প্রস্তুত হয়।
বালিঃ
ছাতক উপজেলার উত্তর সীমানায় ভারতের মেঘালয় রাজ্য হতে চেলানদী প্রবাহমান থাকায় প্রচুরপরিমান বালি বিস্তৃত রয়েছে, উক্ত বালি জেলা প্রশাসন হতে নিলামের মাধ্যমে ইজারা প্রদান করে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে অবদান রাখছে। ছাতক উপজেলার সুরমা নদীর সাথে নদী পথে যোগাযোগ সহজ হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত হতে নৌকা, বাল্কহেড ও জাহাজ যোগে নদী বালি পরিবহন করার সুযোগ রয়েছে এছাড়াও স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত হতে ক্ষুদ্র ব্যবসায়ীগণ লাভবান হচ্ছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS